[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিপিএলে দল পাননি যারা 

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৩, ২১:১৪

ফাইল ছবি

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ রোববার। সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড সাজিয়েছে ইতোমধ্যে। যদিও এর আগেই প্রত্যেক দল কিছু ক্রিকেটার ধরে রেখেছিল। কারও কারও সঙ্গে করেছিল সরাসরি চুক্তিও। এরপর ড্রাফট থেকেও দলগুলো নিয়েছে পছন্দের ক্রিকেটার।

বিপিএলের দশম আসরে দল পাননি অনেকে। এর মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতো অবস্থা হয়েছে মুমিনুল হকেরও। দল পাননি হার্ড হিটার খ্যাত সাব্বির রহমান। জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদকেও নেয়নি কোনো দল।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে দেশি এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে ছিল ৬৫১ জন ক্রিকেটারের নাম। ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছিল সাত ক্যাটাগরিতে। আর বিদেশি ৪৪৮ ক্রিকেটার ছিলেন ৫ ক্যাটাগরিতে।

বিপিএলের গত আসরেও ছিলেন সাব্বির রহমান। আর আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে। মুমিনুল অবশ্য বিপিএলে ছিলেন না গত বছরেও। জাতীয় দলের টেস্ট ক্রিকেটার বনে যাওয়া মুমিনুল বেশ হিমশিম খাচ্ছেন বিপিএলে দল পেতে।

বিপিএলে কোন দলে কারা?

এ ছাড়া ২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর