[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি প্রকাশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৩, ১৭:০৪

ম্যাক্সওয়েলের গায়ে থাকা এই জার্সিতেই বিশ্বকাপে দেখা যাবে অজিদের।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য জার্সি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যাট কামিন্স, স্টিভেন স্মিথদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে সংস্থাটি।

নিজেদের অফিশিয়াল টুইটার ও ফেসবুকে বিশ্বকাপ জার্সির ছবি পোস্ট করেছে তারা। যেখানে জার্সি গায়ে দেখা যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েলকে।

এবারের বিশ্বকাপে চিরচেনা হলুদ জার্সিতেই দেখা যাবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জার্সিতে অবশ্য ভারতের ছোঁয়া থাকছে। ভারতীয় আইটি কোম্পানি এইচসিএলটেক এর লোগো রয়েছে অজিদের জার্সিতে।

অস্ট্রেলিয়া দল ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। আজ থেকে সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে তারা।

আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অজিরা। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর