[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

‘রোনালদোকে দলে আনা ভুল ছিল’

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৩, ২২:১১

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিশ্বসেরা হয়ে উঠেছিলেন ক্রিশ্চিয়ান রোনালদো। সেই ইউনাইটেডে আবার পা রেখেছেন বড় রকমের প্রত্যাশা নিয়ে। তবে রোনালদো-ম্যান ইউনাইটেড রসায়ন পরে আর জমেনি। ইংলিশ ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে মাত্র এক বছরেই।

ইউনাইটেডের দ্বিতীয় যাত্রায় রোনালদো নিজে সুখী হতে পারেননি, ইউনাইটেডও ব্যর্থ হয়েছে সাফল্য পেতে। এরিক টেন হাগের আগমনের পর অনেকটা তিক্ততার মধ্যেই শেষ হয়েছে দুই পক্ষের সম্পর্ক। আর পর্তুগিজ তারকাকে এনে চাকরি হারিয়েছিলেন ওলে গানার সোলশার। সবমিলিয়ে সোলশার এবার বলেই বসলেন, রোনালদোকে দলে আনা ভুল সিদ্ধান্ত ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদোর ফিরে আসা প্রসঙ্গে সোলশারের বক্তব্য, ‘অমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়া খুবই কঠিন ছিল। আর আমার মনে হচ্ছিল আমাদের এই প্রস্তাব গ্রহণ করা উচিত, কিন্তু দেখা গেল বিষয়টা ভুলে পরিণত হয়েছে।'

‘যখন সে ফিরে আসলো সবকিছু খুবই ভালো চলছিল আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে (রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে) পুরো ওল্ড ট্রাফোর্ড যেন গর্জন করছিল। সে তখনো বিশ্বের সেরা গোলস্কোরারদের একজন ছিল আর তাকে বেশ ভালোই দেখা গিয়েছিল।’

কিন্তু এমন বিপর্যয় কেন হলো, কী কারণে তিনি নিজেও সফল হলেন না, সেই প্রশ্নের উত্তরও আছে তার কাছে, ‘যখন আপনার হাতে একদল মানুষ থাকবে, আপনার সবাইকে একই দিকে পরিচালিত করতে হবে। যখন বিষয়গুলো ঠিকঠাক হয় না, তখন কিছু খেলোয়াড় তাদের ঔদ্ধত্য প্রকাশ করে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন ক্লাবে দেখা যায়নি সোলশারকে। আর রোনালদোও নেই ইউরোপিয়ান ফুটবলে। বর্তমানে সৌদি প্রো লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর