[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

তানজিমের পাশে দাঁড়ালেন মিরাজ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:০৯

ফাইল ছবি

কর্মজীবি নারীদের উদ্দেশ্য করে বিদ্বেষমূলক পোস্ট করে বিপাকেই পড়ে গেছেন সদ্য অভিষিক্ত তানজিম হাসান সাকিব। বিসিবির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি, জানিয়েছেন তিনি নারী বিদ্বেষী নন। এর ঠিক পরেই তিনি পাশে পেলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।

আজ দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। তার বক্তব্য, কাউকে আঘাত করার জন্য তিনি এমন পোস্ট করেননি। যে পোস্ট তিনি দিয়েছেন তা তার নিজের থেকে দিয়েছেন। এমন ঘটনায় সাকিব নিজেও অনুতপ্ত। সে বলেছে, আমি এর দায় নিচ্ছি, আসলে আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী। আমি কোনদিনই নারী বিদ্বেষী ছিলাম না। আমরা তাকে সতর্ক করেছি। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন সাকিব। এরপর থেকে ফেসবুকে এমন পোস্ট দিলে সেটা ক্রিকেট বোর্ড থেকে মনিটর করা হবে।’

এরপরই মিরাজ এক ফেসবুক পোস্টে তার পাশে এসে দাঁড়ান। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’


পোস্টের শেষে তাকে শুভকামনা জানিয়ে মিরাজ লেখেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর