[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

ফেসবুক পোস্টের জন্য তানজিমের দুঃখ প্রকাশ, সতর্ক করল বিসিবি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ১৭:৪৭

ফাইল ছবি

ক’দিন ধরেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। অভিষেকেই ব্যাটে-বলে আলো ছড়ান তিনি। তবে তার এই পারফরম্যান্স ঢাকা পড়ে যায় অন্য কারণে।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বে কিছু বিদ্বেষমূলক পোস্ট করেছিলেন তানজিম। সেগুলোই সামনে চলে আসে এবং সমালোচনার ঝড় বইতে থাকে। এই ইস্যুতে তানজিমের সঙ্গে মঙ্গলবার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সময় এসব পোস্ট যে তারই দেয়া, সেটা স্বীকার করে নিয়েছেন তানজিম। তবে তিনি নারীবিদ্বেষী নন বলে জানিয়েছেন বিসিবিকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এই ক্রিকেটারকে আপাতত সতর্ক করেছেন তারা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম। তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে। কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সে জন্য দুঃখিত।’

জালাল ইউসুন আরও বলেন, ‘নারীর ব্যাপারে যে পোস্ট ছিল, সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।’

বিদ্বেষমূলক মন্তব্যের ব্যাপারে আইসিসির কড়া নীতিমালা রয়েছে। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন কিশোর বয়েসে দেওয়া পোস্টের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। এ বিষয়টি মনে করিয়ে দিলে জালাল ইউনুস বলেন, ‘যে পোস্ট দিয়েছে তাকে আমরা সতর্ক করেছি, যাতে আগামীতে এই ধরনের কোন পোস্ট না দেয়। সে বলছে অবশ্যই সে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকবে।’

তানজিম আপত্তিকর পোস্টগুলো মুছে দেওয়ার কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিসিবি তাকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর