[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

‘আমাদের দেশে সবচেয়ে বেশি সমালোচনা হয়’

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১২ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫৩

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। ওপেনিং পজিশনে কে খেলবেন, সাত কিংবা আট নম্বর পজিশনেই বা কারা সুযোগ পাচ্ছেন এসব নিয়েই চলছিল বেশ আলোচনা। তবে এসব আলোচনা অনার্থক বলে মনে করেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক।

আজ কলম্বোতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক জানিয়েছেন এসব ব্যাটিং অর্ডার নিয়ে সবার যেমন চিন্তা পৃথিবীর কোথাও সেটা তিনি দেখেননি, ‘একমাত্র আমাদের দেশেই ওপেনিংয়ে কে খেলবে, সাতে কে খেলবে, আটে কে খেলবে, দশে কে খেলবে—সবার এ নিয়ে চিন্তার শেষ নেই। পৃথিবীর কোথাও আমি এটা দেখিনি। দলের যখন যেখানে যাকে দরকার হবে, তখন সে সেখানে খেলবে। এখানে বাইরে থেকে বলার কিছু নেই। এটার কারণেও খেলোয়াড়রা চাপে থাকে।’


খারাপ খেললে সমালোচনা হবে, এটি মানতে অবশ্য আপত্তি নেই রাজ্জাকের। তবে অনেকে না বুঝেই ক্রিকেটারদের সমালোচনা করেন, ‘সমালোচনা থাকবেই। আপনারা (সংবাদমাধ্যম) তো সমালোচনার জন্যই আছেন। সমালোচনা তো করবেনই। তবে বুঝলে সমালোচনা করার কথা নয়। না বুঝে করলে খুব একটা কিছু বলার নেই।’

রাজ্জাকের চোখে বাংলাদেশের সমালোচনার ধরনটাই ভুল, ‘যারা এসব সমালোচনা করছেন তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ নন। সবাই বাংলাদেশের ভালোই চান কোনো না কোনো দিক থেকে। তবে আমার মনে হয় ধরনটা একটু ভুল হচ্ছে। জাতীয় দলে খেললে চাপ নিতেই হবে। সবাই সবার কথা বলবে, সমালোচনা করবে। তবে আমার মনে হয় কখনো কখনো একটু বেশি বলা হয়। সমালোচনা যখন করা হয়, ভালো খেললেও ঠিক একইভাবে প্রশংসা করা উচিত’--বলছেন রাজ্জাক।

রাজ্জাক আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একটা ম্যাচ খেলতে গেলেও চাপ থাকে। আমি বলছি বাড়তি যে চাপটা আমরা তাদের দিচ্ছি, সেটা না দিলে সবার জন্য ভালো। আর সমালোচনা করলেও সেটারও একটা সীমা থাকা উচিত। জাতীয় দলে আমি যখন ভালো খেলব না, স্বাভাবিকভাবেই আমার চেয়ে বেশি চাপে আর কেউ থাকবে না। খারাপ খেললে তো একটা চাপ থাকেই। মিডিয়ার চাপ থাকবেই। আমি বলছি না মিডিয়া কিছু বলবে না। অবশ্যই বলবে। তবে সেটা একটা সীমারেখার মধ্যে থাকলে বাংলাদেশের জন্য ভালো, খেলার জন্য ভালো।’

 

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর