[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

রোনালদোর গোলে প্রথমবার ফাইনালে আল-নাসর

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ১৯:৪১

রোনালদোর গোলে ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে আল-নাসর

আরব ক্লাব কাপ তথা কিং সালমান ক্লাব কাপের ফাইনালে উঠেছে আল-নাসর। বুধবার রাতে সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইরাকের ক্লাব আল-শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে ক্লাবটি ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখালো। যা ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোর প্রথম ফাইনাল।

অবশ্য পুরো ম্যাচে ইরাকের চ্যাম্পিয়ন ক্লাব শোর্তার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলেছে নাসর। ৬৪ শতাংশ বলের দখল ছিল আল-নাসরের কাছে। অন টার্গেটে তারা ১৫টি শট নেয়, শোর্তা নেয় ৬টি। প্রথমার্ধে রোনালদো অবশ্য বল জালেও জড়িয়েছিলেন। কিন্তু সেটি সামান্য অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি পায় আল-নাসর। এ সময় সাদিও মানেকে বক্সের মধ্যে ফাউল করেন শোর্তার ফয়সাল জসিম নাফিল আল মানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে নেন রোনালদো। এটা ছিল এই আসরে তার চতুর্থ গোল। এর মধ্য দিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি। পাশাপাশি এর মধ্য দিয়ে আল-নাসরের সবশেষ চার ম্যাচের চারটি ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখালেন ৩৮ বছর বয়সী এই পর্তুগীজ তারকা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে রোনালদোর গোলে ভর করে ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখায় আল-নাসর।

শনিবার রাতে ফাইনালে স্বদেশি শক্তিশালী ক্লাব আল হিলালের মুখোমুখি হবে আল-নাসর। অপর সেমিফাইনালে যারা ৩-১ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব আল-শাবাবকে। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর