[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পাকিস্তানকে হটিয়ে আবারও র‍্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ২২:০৩

সংগৃহীত ছবি

পাকিস্তানকে হটিয়ে আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্যে দিয়ে হারানো রাজত্ব ফিরে পেয়েছে মিচেল মার্শের দল।

শনিবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে টস হেরে ব্যাটিং করতে নেমে মার্নাস লাবুশেন ও ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪১.৫ ওভারে ২৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ১২৩ রানে।

মূলত এমন বড় ব্যবধানে জয়ের ফলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে অস্ট্রেলিয়া। র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে ১ রেটিং পয়েন্ট এগিয়ে আছে অজিরা। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২১। ঠিক পেছনেই থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২০। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত।

পাকিস্তানের সামনে অবশ্য সুযোগ থাকছে অস্ট্রেলিয়াকে আবারও টপকে যাওয়ার। এশিয়া কাপে দুর্বার গতিতে ছুটছে বাবর আজমের দল। ইতোমধ্যে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। বাকি দুই ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যবধানে জিততে পারলেই আবারও হারানো মুকুট ফিরে পেতে পারে সবুজ জার্সিধারীরা।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে সুপার ফোরে ভারতের মুখোমুখি হবে বাবর আজমের দল। এবারের আসরে এই ম্যাচ দিয়েই ক্রিকেটপ্রেমীরা প্রথমবারের মতো দুই দলের লড়াইয়ে ফলাফল পেতে পারেন। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর