[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

এশিয়া কাপের সুপার ফোর

আজ বাঁচা মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ১৯:২০

ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাটিং পজিশনেও আসবে রদবদল।

আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টস এ।

আজকের ম্যাচটিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর সেজন্য সেরা একাদশ নির্বাচন করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে এদিন একাদশে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।

ওপেনিংয়ে বিজয়ের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে গত ম্যাচে ওয়ানডাউনে নামা লিটন দাসকে। বিজয়-লিটনের ওপেনিং জুটি টাইগারদের এনে দিতে পারে দারুণ শুরু। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডাউনে নামার সম্ভাবনা রয়েছে আফিফের। আর পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামা মিরাজ চলে যাবেন তার পুরনো পজিশনে।

সম্ভাব্য একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর