[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ১৭:০২

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের কিশোররা। অপর সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।

‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা পাকিস্তানের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬ মিনিটের মাথায় পাকিস্তানের আব্দুল ঘানি গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি বাংলাদেশের কিশোররা। ১৪ মিনিটের মাথায় মো. মুর্শেদ আলী হেডে গোল করে সমতা ফেরান।

২৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের। এ সময় পাকিস্তানি ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়ে গোল করেন বাংলাদেশের আবু সাঈদ। তাকে গোলে সহায়তা করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অবশ্য আর গোলের দেখা পায়নি কোনো দল। তাতে ২-১ ব্যবধানের জয়ে বয়সভিত্তিক সাফের ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

ফাইনালে ওঠা ভারতের বিপক্ষে গ্রুপপর্বেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশের কিশোররা। দারুণ লড়াই করে সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এখন দেখার বিষয় ফাইনালে সেই হারের প্রতিরোধ নিতে পারে কিনা ফয়সাল-মুর্শেদরা। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর