প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ০১:৪৭
ইতোমধ্যেই ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। এবার 'মি. ডিপেন্ডেবল' খ্যাত মুশফিকুর রহিমেরও দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। পারিবারিক কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই দেশে ফিরতে যাচ্ছেন মুশফিক।
তবে আগামীকাল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সুপার ফোরের ম্যাচের পরই নাকি এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কিফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।
১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।
মুশফিকের বদলি হিসেবে দেশ থেকে কাউকে শ্রীলঙ্কায় নেওয়া হবে কিনা- সে বিষয়ে এখনও বিসিবি কিছুই জানায়নি। শ্রীলঙ্কা ম্যাচের ওপরই নাকি এসব সিদ্ধান্ত নির্ভর করছে। এদিকে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের সহকারী হিসেবে কলম্বোতে টাইগাদের সঙ্গে যোগ দিয়েছেন ফয়সাল হোসেন।
তিনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ফিল্ডিং কোচ ছিলেন।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: