[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

চাকরি ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ১৯:৪৬

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে। প্রতিষ্ঠানটিতে মাইক্রো ক্রেডিট বিভাগে বিজনেস প্রোমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

পদ: বিজনেস প্রোমোশন অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কোনো তৃতীয় বিভাগ থাকলে এ পদে আবেদন করতে পারবেন না।

অতিরিক্ত যোগ্যতা: চমৎকার ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা। তথ্য বিশ্লেষণ, ব্যাংকিং নিয়ম ও প্রবিধান এবং বাংলাদেশের অর্থনীতির ন্যূনতম জ্ঞান, এমএস অফিস, পাওয়ার পয়েন্টে দক্ষতা। বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ ইচ্ছুক প্রার্থীদের এবং বেসরকারী সংস্থার (এনজিও) মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে কাজ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। ।

কাজের ধরন: প্রোগ্রামের মাঠ পর্যায়ে কাজ করতে হবে, নিম্ন আয়ের পেশাদার, প্রান্তিক মানুষ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করতে হবে, সম্ভাব্য গ্রাহকদের খুঁজে বের করার জন্য এলাকা সমীক্ষা করা, উদ্যোক্তা, গ্যারান্টার এবং অন্যান্য নিরাপত্তার আর্থিক অবস্থার বিশ্লেষণ, ঋণ প্রস্তাবের মূল্যায়ন ও প্রস্তুত করা, প্রয়োজনীয় নথি সংকলন করা ইত্যাদি।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই।

বেতন: আলোচনা সাপেক্ষে বেতন দেয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: চুক্তিভিত্তিক মেয়াদ শেষ করার পর স্থায়ী কর্মচারী হলে বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ৩০ বছর।

কর্মস্থল: দেশের যে কোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিডিজবস

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর