[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

চাকরি ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১৯:২৭

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ট্রাফিক বিভাগে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড।
বিভাগ: ট্রাফিক।

পদ: কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা।

কাজের ধরন: গ্রাউন্ডে প্রতিটি গ্রাহকের স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা সমাধানে উদ্যোগ গ্রহণ করা। অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের জন্য মাসিক কর্মক্ষমতা প্রতিবেদন প্রস্তুত করা।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ২ বছর। এ পদে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বেতন: কোম্পানির নীতি অনুযায়ী।
অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, খাবার ভাতা, পরিবহণ ভাতা, ইউনিফর্ম এবং কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: ঢাকা (শাহজালাল বিমানবন্দর)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৩।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর