[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ব্র্যাঞ্চ ম্যানেজার নেবে আইসিবি ইসলামিক ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

চাকরি ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ০১:৪৪

ফাইল ছবি

বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা অর্থনীতিতে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি। করপোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও এসএমই ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মেডিকেল ভাতা, টি/এ, মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৩। সূত্র: প্রথম আলো

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর