[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

চাকরি দেবে বিএসটিআই

চাকরি ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ১৯:০৪

বিএসটিআই

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজস্ব খাতের অধীন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ১২ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে ৫৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সমন্বয় কর্মকর্তা, প্রশাসন উইং
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন, রসায়ন পরীক্ষণ উইং
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/ মাইক্রোবায়োলজি/ফার্মেসি/অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ফুড অ্যান্ড ব্যাকটেরলজি, রসায়ন পরীক্ষণ উইং
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/ মাইক্রোবায়োলজি/ফার্মেসি/অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল/ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল-পদার্থ, পদার্থ পরীক্ষণ উইং
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল/মেকানিক্যাল/মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, পদার্থ পরীক্ষণ উইং
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল, পদার্থ পরীক্ষণ উইং
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: পরীক্ষক (মান) পাট ও বস্ত্র, মান উইং
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, ভৌত), মেট্রোলজি উইং
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার সায়েন্স/ম্যাথমেটিকস/অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছরের স্নাতক (সম্মান) বা চার বছর মেয়াদি সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৯. পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন), মেট্রোলজি উইং
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন বিষয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছরের স্নাতক (সম্মান) বা চার বছর মেয়াদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি), মেট্রোলজি উইং
পদসংখ্যা: ২২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার সায়েন্স/রসায়ন/ফলিত রসায়ন/বায়োকেমিস্ট্রি/ম্যাথমেটিকস/অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার/কেমিক্যাল/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১১. পদের নাম: পরিসংখ্যানবিদ, প্রশাসন উইং
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি বা গণিত বা হিসাববিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

১২. পদের নাম: পরীক্ষক, প্রশাসন উইং
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি জমাদান, অন্যান্য শর্তাবলি এবং আবেদন ফরম পূরণের পূর্ণাঙ্গ নিয়মাবলি একই ওয়েবসাইট বা বিএসটিআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

বাংলা গেজেট/ বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর