[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

চাকরি দেবে অ্যাকশনএইড বাংলাদেশ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ১৭:৫০

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ইমার্জেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স বিভাগে ইপিআর অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।

প্রতিষ্ঠান: অ্যাকশনএইড বাংলাদেশ।
বিভাগ: ইমার্জেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স।

পদ: ইপিআর অফিসার।
পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। ।

অতিরিক্ত যোগ্যতা: ক্ষতিগ্রস্ত/ঝুঁকিপূর্ণ মানুষের সেবায় কাজের অভিজ্ঞতা। চরম চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: দ্রুত সময়ের মধ্যে ইপিআর কার্যক্রমের মানসম্পন্ন ডেলিভারি করা। দুর্যোগের ঝুঁকি কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটকে সংগঠিত করা। ডিআরআর এবং বিপদের উপর সিমুলেশন/ড্রিল পরিচালনা করা। বিভিন্ন সেক্টরের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা।

অভিজ্ঞতা: ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯,৮৭৫ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল এবং ইন্টারনেট ভাতা, চিকিৎসা সুবিধা, গ্রুপ জীবন বীমা এবং কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২৩) বাড়ানো হতে পারে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৩। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর