[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পশ্চিমাঞ্চল গ্যাসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৫:৪৩

ফাইল ছবি

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (পিজিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির পদে ১২ থেকে ১৬তম গ্রেডে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা। এমএস অফিস ও ইন্টারনেট পরিচালনায় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: কারিগরি বিষয়ে ডিপ্লোমা বা অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৪
যোগ্যতা: অনূর্ধ্ব অষ্টম শ্রেণি পাস ও কারিগরি শিক্ষা বোর্ড বা ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, প্লাম্বার, গ্যাসের পাইপলাইন–সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড বা সার্টিফিকেট কোর্স পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ৩০ অক্টোবর ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://pgcl.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ থেকে ৩০ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত। সূত্র: প্রথম আলো

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর