[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মানবসম্পদকর্মী নেবে আইসিবি ইসলামিক ব্যাংক, বয়স ৪০ হলেও আবেদন

চাকরি ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৩৩

ফাইল ছবি

বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হিউম্যান রিসোর্স অফিসার (কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস) পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হিউম্যান রিসোর্স অফিসার (কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং ও কমপেনসেশন অ্যান্ড বেনিফিটসে অভিজ্ঞতা থাকতে হবে। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শ্রম আইন জানতে হবে। যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানের সক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের প্রয়োজনীয় কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মেডিকেল ভাতা, টি/এ ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিডিজবস

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর