[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

করোনায় আক্রান্ত ফাস্ট লেডি জিল বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৩, ১৮:৫০

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি জিল বাইডেন। সোমবার (৪ সেপ্টেম্বর) পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর ভাইরাসটি শনাক্ত হয়। তবে আক্রান্ত হননি জো বাইডেনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার একটি বিবৃতিতে বলেন, সোমবার সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

হোয়াইট হাউস থেকে সোমবার বলা হয়, ৭২ বছর বয়সী ফাস্ট লেডির মাঝে অতিমারী ভাইরাসের হালকা লক্ষণ রয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক। বছর খানেক আগে আরও একবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন থেকে আরও বলা হয়, সোমবার দুপুরের দিকে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে, পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর