[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

এবার ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ২২:৪৬

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় পাইলটদের জন্য এফ-১৬ যুদ্ধবিমানে ফ্লাইট প্রশিক্ষণ শুরু করবে। এটি আগামী অক্টোবরে শুরু হবে। বৃহস্পতিবার পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, সেপ্টেম্বরে পাইলটরা ইংরেজি ভাষার প্রশিক্ষণ নেওয়ার পর এ প্রশিক্ষণ শুরু হবে।

ফ্লাইট প্রশিক্ষণ অ্যারিজোনায় অনুষ্ঠিত হবে জানিয়ে মুখপাত্র আরও বলেন, বেশ কয়েকজন পাইলট ও কয়েক ডজন বিমান রক্ষণাবেক্ষণ ক্রু প্রশিক্ষণে অংশ নেবেন।

এর আগে রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী ইচ্ছা পূরণ হবে। দেশটি বলেছে— এ পদক্ষেপ তাদের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের পালটা আক্রমণে সহায়তা করবে।

নরওয়ের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তার দেশও ইউক্রেনকে এফ-১৬ দেবে ।

এদিকে ডেনমার্কও ইউক্রেনীয় আট পাইলটকে এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।

অন্যদিকে ৬৫ জন কর্মীসহ পাইলটরা স্ক্রাইডস্ট্রুপের ডেনিশ সামরিক বিমানঘাঁটিতে পৌঁছেছেন, যাদের এফ-১৬-এর রক্ষণাবেক্ষণ ও পরিষেবা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর