[email protected] সোমবার, ২৭শে জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ ১৪৩১

মোদিকে আমন্ত্রণ জানালো পাকিস্তান

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৪, ১৭:০২

ছবি : সংগৃহীত

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে এসসিও’র দুই দিনব্যাপী বৈঠক চলবে। ১৫ থেকে ১৬ অক্টোবর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, এ বৈঠকে অংশ নেয়ার জন্য সংস্থার সদস্য রাষ্ট্রের প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদিও এতে বেশ কয়েকটি দেশ সাড়া দিলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বালোচকে ভারত-পাকিস্তানের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই।’

এর আগে, ভারত ভার্চুয়াল ফরম্যাটে এসসিও বৈঠকের আয়োজন করেছিল। সেসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলে তিনি বৈঠকে অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর