[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

গাজার খান ইউনিসে ইসরাইলের হামলায় নিহত ১২১

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৯:০৮

ছবি : সংগৃহীত

গাজার দেইর আল-বালাহ শহরের নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরাইলের হামলার পর এলাকা থেকে ধোঁয়া ও ধুলো উঠছে। ছবি: আল-জাজিরা

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১২১ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় খান ইউনিসের বানি সুহেইলা শহরে আটকে পড়া বহু মানুষকে উদ্ধারে কাজ চলছে।

হামলার মুখে খান ইউনুসের প্রায় দেড় লাখ বাসিন্দা একদিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাসিন্দারা বলেছেন, তারা পালিয়ে যাওয়ার জন্য মাত্র কয়েক মিনিট সময় পেয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে অন্তত ৩৯ হাজার ১৪৫ জন নিহত এবং ৯০ হাজার ২৫৭ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ ফিলিস্তিনি নিহত ও ১১০ জন আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর