[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

মর্নিং টাইমস

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১৭:৫৭

ছবি সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত ১৯ জনের মধ্যে অনেকে অবস্থা গুরুতর। বুধবার (১০ জুলাই) ভোর পাঁচটা ১৫ মিনিটের দিকে উত্তর প্রদেশের উন্নাও শহরের লাখনৌ-আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে এই দুর্ঘটনা হয়।

 

দোতালা একটি বাস দুধের ট্যাংকারের সাথে সংঘর্ষের পর দু'টি গাড়িই উল্টে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে হতাহত যাত্রীদের দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর বের করে আনেন স্থানীয়রা।

 

বাসটি মঙ্গলবার রাতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বিহার থেকে ছেড়ে দিল্লি যাচ্ছিলো। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা হয়েছে।

 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: দ্য হিন্দু


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর