[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

রাশিয়ার জমে থাকা অর্থ থেকে ইউক্রেনকে ঋণ দিতে সম্মত জি-৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৪, ১৩:২০

ছবি : সংগৃহীত

রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন জি-৭ এর নেতারা। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি-৭ এর তিন দিন ব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। খবর-রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও চুক্তিটি এগিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জি-৭ দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, ইউক্রেনকে অর্থায়নের জন্য রাশিয়ার আটকে থাকা সম্পদ থেকে ৫০ বিলিয়ন ডলার অবমুক্ত করা হবে। এই অর্থ ইউক্রেনকে দ্রুত অস্ত্র প্রদান থেকে শুরু করে দেশটির শক্তি অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে ব্যবহার করা হবে।

গতকাল সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জি-৭ এর সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া

মেলোনিসহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও।

বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দিতে আমরা রাজনৈতিকভাবে সম্মত হয়েছি।

জি-৭ এর এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ ইতালির শহর ফাসানোতে। গতকাল বৃহস্পতিবার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শহরের বিলাসবহুল বোরগো এগনাজিয়া রিসোর্টে।

সহায়তা দেয়ায় উপস্থিত সব দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, এই বৈঠক থেকে ইউক্রেনের ‘প্রতিরক্ষা ও পুনর্গঠনের’ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। তা ছাড়া তার দেশের আরও অস্ত্রের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন জেলেনস্কি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর