[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

বিশ্বজুড়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম

Abdur Rahman

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৯:২২

ছবি : সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন ক্লডিয়া শিনবাউম। তিনিই মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সোমবার (৩ জুন) প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সোমবার সকালে ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের (এনইআই) প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন। যা তাকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিটল গ্যালভেজ থেকে ৩০ শতাংশ ভোটে এগিয়ে রেখেছে।

বিজয়ী ভাষণে তিনি কেন এবারের নির্বাচনটি আগের নির্বাচনগুলো থেকে আলাদা তাও তুলে ধরেছেন। তিনি উচ্ছ্বসিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘মেক্সিকান প্রজাতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে প্রথমবারেরমতো আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছি। এটি শুধু আমার অর্জন না। বরং মেক্সিকোর সব নারীর জন্যই এটি একটি অর্জন।’ তিনি আরও বলেছেন, ‘আমি আপনাদের নিরাশ করব না।’

বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর শিনবাউমের পরামর্শদাতা। তার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় নির্বাচন প্রচারণা চালানোর সময় শিনবাউম স্বাধীনভাবে সরকার পরিচালনা করতে পারবেন নাকি এক্ষেত্রে লোপেজ ওব্রাডর তার ওপর প্রভাব বিস্তার করবেন, সমালোচকদের এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে।

এ সমালোচনার পরিপ্রেক্ষিতে গত বছর লোপেজ ওব্রাডর পরিষ্কার করে বলেছিলেন, ‘আমি সম্পূর্ণরূপে অবসর গ্রহণ করতে যাচ্ছি। আমি কারো পরামর্শদাতা হতে চাই না। অবসরে যাওয়ার পর রাজনীতিবিদদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আমি রাজনীতি নিয়ে আর কোনো কথা বলব না।’

বিদায়ী প্রেসিডেন্টকে যে কল্যাণমূলক কর্মসূচিগুলো জনগণের কাছে এতো জনপ্রিয় করে তুলেছে শিনবাউম সেগুলোর অগ্রগতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

৬১ বছর বয়সী ক্লডিয়া শিনবাউম একজন মেক্সিকান জলবায়ু বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়রের পদে বহাল ছিলেন। তিনি শুধু দেশটির প্রথম নারী প্রেসিডেন্টই নন, তিনি মেক্সিকো সিটির প্রথম নারী মেয়রও বটে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ২০২৩ সালে মেয়রের পদ থেকে অব্যাহতি নেন। তিনি লেট’স কিপ মেকিং হিস্ট্রি জোটের একজন প্রার্থী হিসেবে এ নির্বাচন লড়েছেন।

তিনি তার প্রতিদ্বন্দ্বী জোচিটল গ্যালভেজকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি শিনবাউমের জয় ও তার পরাজয় মেনে নিয়েছেন। শিনবাউম ১ অক্টোবর তার পরামর্শদাতা লোপেজ ওব্রাডরের স্থলাভিষিক্ত হবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর