[email protected] রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৯:৪৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।

রোববার (২০ আগস্ট) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে যায়। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থা।

তিনি আরও বলেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এর পরই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছিল। তথ্যসূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর