[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নিজেদের হামলায় ট্যাঙ্কে আগুন, পুড়ে মরলো ইসরায়েলি ৫ সৈন্য

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৮:৫৯

ছবি সংগৃহীত

গাজায় ইসরায়েলি পাঁচ সৈন্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এটিই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। খবর বিবিসি

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এতেই তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে।

গত সপ্তাহে হামাসের সৈন্যরা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরই ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।

ইরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত শনিবার থেকে জাবালিয়াতে বিমান হামলা শুরু করলে সেখান থেকে ১০ হাজার মানুষ অন্যত্র পালিয়ে গেছে। সোমবার সেখানে ইসরায়েলি সেনারা আবারও প্রবেশ শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর