[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

মর্নিং টাইমস

প্রকাশিত:
১২ মে ২০২৪, ২০:১৭

ছবি : সংগৃহীত

পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত আমাদের নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা নীতি পরিবর্তন করতে বাধ্য হবো। খবর এনডিটিভির।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে পিছপা হওয়ার সুযোগ নেই।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। তবে বরাবরই তাদের এ অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা। রীতিমতো তেলআবিবকে শাসিয়েছেন কামাল খারাজি।

গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহত হন।

এ ঘটনায় ইসরাইলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে। চলমান এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে এ হুঁশিয়ারি দিলো ইরান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর