[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

লোকসভায় ভোট দিলেন মোদি

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৫:১৪

ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৭ মে) আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দেন মোদি। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অমিত শাহ।

ভোট দেওয়ার পর, ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে, আঙুলে ভোটের কালির ছাপ দেখান তিনি। একই কেন্দ্রে ছেলে জয় শাহ এবং স্ত্রী সোনাল শাহকে সঙ্গে নিয়ে সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বারামতির ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপি (শরদ)- সুপ্রিমো শরদ পাওয়ার। এই লোকসভা আসনে সুপ্রিয়া সুলেকে প্রার্থী করেছে এনসিপি (শরদ)। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সুনেত্রা পওয়ার।

একেবারে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

মহারাষ্ট্রের লাতুরের ভোট দিয়েছেন বলি অভিনেতা তথা কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ। তার সঙ্গে ভোট দিয়েছেন, তার স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর