[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ইরানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪, ২৩:১৪

ছবি সংগ্রহীত

ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ দুটি। খবর এএফপির

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইউএভি (ড্রোন) উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরা ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত। ওই ড্রোন ১৩ এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। ওই হামলায় ১৩ জন নিহত হন। এর জবাবে গত শনিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই হামলার পর ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান করে ইসরায়েল। এর ফলে দেশটির দুই মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর