[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

নেতানিয়াহুকে ফোনে শাসালেন জো বাইডেন

মর্নিং টাইমস

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৪, ২২:১৬

ছবি : সংগৃহীত

গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি থামাতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ব্যবস্থা না নিলে ইসরায়েলের বিষয়ে নীতি পরিবর্তনে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। চাপ দিয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্যেও।

হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সাথে ফোনালাপে খুব কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন বাইডেন। গাজায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি বহরে ইসরাইলের বিমান হামলায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিকদের হত্যায় সৃষ্ট উত্তেজক পরিস্থিতির ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই ফোনালাপ হয়।

বাইডেন বলেন, গাজার বেসামরিক মানুষ ও সাহায্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট, বাস্তবিক ও পর্যালোচনা করা যায় এমন ধারাবাহিক পদক্ষেপ ঘোষণা করে তা কার্যকর করতে হবে ইসরাইলকে। হোয়াইট হাউজ জানিয়েছে, ফোনে প্রায় ৩০ মিনিট কথা বলেন দুই নেতা।

নেতানিয়াহুকে সতর্ক করে বাইডেন বলেন, অবিলম্বে নেওয়া পদক্ষেপ পর্যালোচনার ভিত্তিতে ইসরাইলের বিষয়ে ভবিষ্যতে মার্কিন নীতি কি হবে তা নির্ভর করছে। গাজায় প্রায় ছয় মাসব্যাপী ইসরাইলের বেপরোয়া হত্যাযজ্ঞ আর নৃশংসতা থামাতে এই প্রথম ইসরাইলকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় সেনা আগ্রাসনে পরোক্ষ সমর্থন দিয়ে ইসরাইলে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোয় কয়েক মাস ধরেই তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে পড়ছেন বাইডেন। সম্প্রতি নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ঢালাও বর্জন করা হয় তার বার্ষিক ইফতার পার্টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর