[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

পর্যটকদের বিনা মূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৯ নভেম্বার ২০২৩, ১১:১০

ফাইল ছবি

পর্যটকদের বিনা মূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ৩০ দিনের জন্য বিনা মূল্যে ভিসা পাবেন ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা।

কলম্বোতে ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে।

পর্যটন খাতকে চাঙ্গা করতে এই প্রকল্প দেশটির। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। পর্যটকরা দেশটিতে পৌঁছে ‘ডুয়েল এন্ট্রি স্ট্যাটাস’ পাবে এবং ভিসার বৈধতা ৩০ দিনের জন্য সীমাবদ্ধ থাকবে।

এ ছাড়া এই সাত দেশের নাগরিকদের সুবিধাটি পেতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) জন্য আবেদন করতে হবে। বিনা মূল্যের ইটিএর মেয়াদ আর বাড়ানো যাবে না।

এটি শুধু ৩০ দিনের জন্য সীমাবদ্ধ।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর