[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ১২:০৩

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

আজ সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বার্লিংটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, ভার্মন্ট ইউনিভার্সিটির কাছে রাস্তায় পিস্তল নিয়ে এক ব্যক্তি তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করে এবং তারপর পালিয়ে যায়। তদন্তকারীদের সন্দেহ, এটি একটি ঘৃণামূলক অপরাধ ছিল।

গুলিবিদ্ধ ওই তিন ছাত্র হলেন- হিশাম আওয়ারতানি, কিন্নান আবদাল হামিদ এবং তাহসিন আহমেদ। হিশাম আওয়ারতানি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি, কিন্নান আবদেল হামিদ পেনসিলভানিয়ার হ্যাভারফোর্ড এবং তাহসিন আহমেদ কানেকটিকাটের ট্রিনিটি কলেজে পড়েন। দুই শিক্ষার্থী থ্যাংকগিভিং ছুটিতে বার্লিংটনে তৃতীয় শিক্ষার্থীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী ওই ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীর পরিবার।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসলাম-বিরোধী ও ইহুদি-বিদ্বেষী নানা ঘটনা বৃদ্ধির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

আরব-আমেরিকান অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি করার নিন্দা করেছে এবং বলেছে যে এটি যুক্তরাষ্ট্রে ‘ফিলিস্তিনি-বিরোধী মনোভাবের’ ফলাফল।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর