[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

ইসরায়েলি জাহাজ ছাড়াতে আলোচনার চেষ্টা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ০৯:৪৯

হুতি বিদ্রোহীদের আটক করা ইসরায়েলি জাহাজ। ছবি-রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ইসরায়েলি পণ্যবাহী জাহাজ আটক করেছেন । জাহাজটি ছাড়া নিয়ে হুতি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে জাপান। 

জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী। তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া জানান, আটক হওয়া জাহাজটি ছাড়ার ব্যাপারে ইসরায়েলের পাশাপাশি হুতি বিদ্রোহী নেতাদের সঙ্গেও সরাসরি আলোচনার চেষ্টা করছে জাপান।

সোমবার টোকিও জানিয়েছে, গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজ ছাড়ানোর বিষয়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় তারা। এ ছাড়া জাহাজটি ছাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গেও জাপান সরকার আলোচনা করছে বলে জানিয়েছে টোকিও।

জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইউসেন পরিচালিত জাহাজ আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাপান সরকার। পণ্যবাহী জাহাজ ও জাহাজে থাকা ক্রু সদস্যদের অবিলম্বে মুক্তির ব্যাপারে হুতিদের সঙ্গে আলোচনা করার জন্য ইরান, সৌদি আরব ও ওমান সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে টোকিও।

রোববার লোহিত সাগর থেকে জাহাজটি আটক করেন হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠী বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করেছেন তাঁরা।

এদিকে জাহাজ আটকের পরপরই এর তীব্র নিন্দা জানায় ইসরায়েল। জাহাজ আটকের জন্য তারা ইরানকে দায়ী করছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তায় এর পরিণতির হুমকি দেয়।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর