প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ২০:৪৭
ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলে সংঘাত ১৭ তম দিনে গড়িয়েছে। গত ০৭ অক্টোবর সকালে ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব; যেখান থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৭ দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই হাজার ৫৫ জন শিশু এবং এক হাজার ১১৯ জন নারী। হামলায় আহত হয়েছে আরও ১৫ হাজার ২৭৩ জন।
এই সময়ে ইসরায়েলি হামলা ও জ্বালানি সংকটের কারণে ১২টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে ৮৩০ জন শিশুসহ প্রায় দেড় হাজার মানুষ। অপরদিকে ইসরায়েলি হামলায় ৫৭ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৮২ জন শিশুসহ অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এক লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: