[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

থাইল্যান্ডে বন্যায় পাঁচজনের মৃত্যু, ৩২ প্রদেশে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৩, ১৮:০৭

ছবি: রয়টার্স

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফায়াওতে চলতি সপ্তাহে বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে দেশটিতে আরো ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বন্যায় মোট ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৩২ জন। কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটির ৩২টি প্রদেশে বন্যা সতর্কতা জারি করেছে। এছাড়াও ব্যাংকক এবং ফুকেটের জনপ্রিয় রির্সোট দ্বীপেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমী বায়ু আন্দামান সাগর এবং থাই উপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে থাইল্যান্ডে বৃষ্টিপাত আরও বাড়বে। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, বর্ষা মৌসুমে ৬২ হাজারেরও বেশি থাই পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর