[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শান্তিতে নোবেল পেলেন নার্গিস মোহাম্মদী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৭:৩৬

নার্গিস মোহাম্মদী

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

আজ শুক্রবার (৬ অক্টোবর) অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

ইরানের জাঞ্জানে জন্মগ্রহণকারী নার্গিস মোহাম্মদী মানবাধিকার কেন্দ্রের (ডিএইচআরসি) উপ-পরিচালক এবং মুখপাত্র। তিনি বর্তমানে মানবাধিকারের পক্ষে লড়াই করার জন্য কারাগারে রয়েছেন। মোহাম্মদীকে একাধিকবার কারারুদ্ধ করা হয়েছে। বিভিন্ন সময় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

নাম ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, ‘তিনি (নার্গেস) বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে মহিলাদের জন্য লড়াই করেছেন।’

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান ছিল। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর