[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৮:৩৭

প্রতিকী ছবি

শক্তিশালী ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলীয় ইজু দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর জাপান টাইমস।

জাপানের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে তোরিশিমা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উঁচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। তোরিশিমা একটি জনবসতিহীন দ্বীপ। টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) দক্ষিণে এটি অবস্থিত।

উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর