[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৫:১২

ছেলে আমের রণধাওয়ার সঙ্গে হরপাল রণধাওয়া। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া নিহত হয়েছেন।

উড়োজাহাজটি গত ২৯ সেপ্টেম্বর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সি ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় উড়োজাহাজ চালাচ্ছিলেন না। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর