[email protected] বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ১৬:১৭

সংগৃহীত ছবি

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর দ্য ডনের।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ৩৪ জন নিহত ও ১৩০ আহত হওয়ার খবর দিয়েছিল পাকিস্তানভিত্তিক এই সংবাদমাধ্যমটি।

বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি। তিনি আরও জানান, নিহত ২৮ জনের মরদেহ বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালে আনা হয়েছে। বাকি ৬ মরদেহ নেওয়া হয়েছে মাসতাং জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর