infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

আবার স্কুলে ভর্তি হলেন সাকিব আল হাসান !

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৮:৪১

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছেড়ে আবার আলোচনায় আসেন সাকিব আল হাসান। সেখানে তাকে স্কুল ইউনিফর্ম পড়া অবস্থায় দেখা যায়। এসময় তার হাতে ছিলো স্কুল ব্যাগ এবং নেমপ্লেটে লেখা ছিল ফয়সাল। যে নামে তাকে তার স্কুল-কলেজের বন্ধুরা এবং মাগুরার সবাই চেনে।

ভিডিওটিতে সাকিব আল হাসান বলেন, আবার শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলাম। ভিডিওর শেষে লেখা, বিস্তারিত আসছে। ভিডিও প্রকাশের পর থেকেই নেটমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন এটা সাকিব আল হাসানের নতুন কোনো প্রডাক্ট প্রমোশনাল স্ট্যান্ট।

আবার রীতিমতো স্কুল ইউনিফর্ম পড়ে হাজির হওয়ায় অনেকেই বিশ্বাস করছেন, সত্যিই বোধহয় তিনি নতুন করে স্কুলে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগ করলে তিনি কিছু জানাননি।

উল্লেখ্য, বিশ্বসেরা এই অলরাউন্ডার ও বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর