[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ছবি দিয়ে ভিডিও বানাবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৩, ০২:১০

ফাইল ছবি

অনেকেই স্টিল ছবি দিয়ে ভিডিও বানান। কেউবা ছবি দিয়ে স্লাইড শো বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন। এতে করে আয়ের সুযোগ আছে। এসব কাজ এক্সপার্টরাই করতে পারে। চাইলে আপনি এই কাজে অভিজ্ঞ হতে পারেন। যদি জানা থাকে কৌশল। জানুন কীভাবে স্টিল ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে প্রায় অনেক কিছুই বদলে দিয়েছে। এই এআই একদিন মানুষকেও ছাড়িয়ে যাবে কি না, তা নিয়ে অনেক মতবিরোধই রয়েছে। গ্যাজেট থেকে শুরু করে স্মার্টফোন, বিভিন্ন অ্যাপ, সব কিছুতেই এআই ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোনে মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হল ক্যামেরা। স্ক্যানিং থেকে শুরু করে ছবি তোলা, ভিডিও করা সব কিছুই হয়। কিন্তু ক্যামেরায় এআই ফিচার আসায় সবকিছু বদলে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে, এআই এর সাহায্যে একটি মাত্র ছবি থেকে ভিডিও করা যায়।

অনেক সময় ছবি দিয়ে ভিডিও করতে গিয়ে দেখা যায়, প্রচুর পরিমাণে ছবি নেই। তাই আর ভিডিওটি তৈরি করা হয়ে ওঠে না। এবার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধরুন আপনি নিজের একটি ছবি ক্লিক করেছেন। এআই এর সাহায্যে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। যার মধ্যে আপনি নিজেকে চলমান অবস্থায় দেখতে পাবেন।

videoআপনি যদি সমুদ্রের ছবি ক্লিক করে থাকেন, তাহলে ভিডিওতে ঢেউ উঠতে দেখা যাবে। এআই দিয়ে এই সব কিছুই সম্ভব। তার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ছয়টি ধাপ অনুসরণ করে আপনি একটি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন।

যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তরের উপায়

প্রথমে আপনাকে যে ছবিটির ভিডিয়ো করতে চান, সেটি বেছে নিতে হবে।
তারপরে google-এ গিয়ে সার্চে Gapp.runwayml.com সার্চ করতে হবে।
তারপর ‘Gen 2: Image to Video’ অপশনটি সিলেক্ট করতে হবে।
সেখান থেকে আপনাকে ছবিটি আপলোড করতে হবে।
তারপর generate অপশনে ক্লিক করতে হবে।আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।
এরপর আপনি একটি ৪ সেকেন্ডের ভিডিও দেখতে পাবেন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর