[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

আবারও ট্রলের শিকার বর্ষা, করবেন মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৩, ০১:৪৪

ফাইল ছবি

আবারও ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী বর্ষা। ট্রলকারীদের বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন নায়িকা। তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল শুরু হয়।

এতেই থেমে যাননি সমালোচকরা।বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি।

এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সব কিছুরই একটা লিমিট থাকা উচিত।’

স্ট্যাটাসের শেষদিকে বর্ষা লিখেছেন, ‘আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

উল্লেখ্য, বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই ছবিতেও তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ ছবিতে।

এ ছাড়া নেত্রী-দ্য লিডার সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবিতেও তার নায়ক হিসেবে রয়েছেন স্বামী। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর