[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

৭ সেপ্টেম্বর ‘জাওয়ান’-এর প্রথম শো

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৩, ০৩:২২

ছবি: সংগৃহীত

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জাওয়ান’। এই মুহূর্তে চলছে শেষ ধাপের প্রচারণা। ঘাম ঝরাচ্ছেন শাহরুখ খান। এদিকে ছবিটি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। বিষয়টি বিবেচনা করে মুক্তির দিন রাত সোয়া দুইটায় শুরু হবে জাওয়ানের প্রথম শো। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতের রায়গঞ্জে বৃহস্পতিবার রাত সোয়া ২টায় ‘জাওয়ান’ ছবির প্রথম শোয়ের ব্যবস্থা করেছে কল্যাণী মাল্টিপ্লেক্স। বিষয়টি জানা গেছে টিকিট বিক্রির জনপ্রিয় একটি অ্যাপ থেকে।

এর আগে জানা গিয়েছিল, কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু গতকাল সোমবার নিউ টাউনের মাল্টিপ্লেক্স মিরাজ সিনেমায় ভোর ৫টায় ‘জওয়ান’দেখানোর ঘোষণা দেওয়া হয়।


এই রাজ্য়ে জওয়ান ছবি পরিবেশনের দায়িত্বে রয়েছে জনপ্রিয় প্রযোজক সংস্থা এসভিএফ। সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ”আমাদের অনুমতি না নিয়েই শোটা খোলা হয়েছে। এখনও রেড চিলিজ-এর তরফে অনুমতি আসেনি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব। দেখা যাক অবশেষে কী হয়।’এরইমধ্যে জানা গেল রাত সোয়া দুইটা থেকে চলবে ‘জওয়ান’।

বলিউড সূত্রে খবর, এখন পর্যন্ত ‘জাওয়ান’-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণেও জমজমাট অবস্থা। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি রুপি।

এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর