[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বাউল রূপে জেমস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৪:১৯

ছবি: সংগৃহীত

‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তার বাবরি দোলানো গানের তালে মেতে ওঠে যুবক মন। তার কনসার্টে জেগে ওঠে ভালোবাসার উদ্দীপনা। দেশের অন্যতম এই রকস্টারের সম্পর্কে জানতে তাই শ্রোতারা মুখিয়ে থাকেন, হুমড়ি খেয়ে পড়েন একনজর দেখার জন্য।

এবার ঘটল ব্যতিক্রম এক ঘটনা। আধুনিক এই সময়ে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে জেমসের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাউল বেশে বসে আছেন জেমস। আর সেই ছবিটি ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রায় সবার ওয়ালেই ঘুরে বেড়াচ্ছে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও বিখ্যাত ব্যক্তিদের ছবি তৈরি করা হচ্ছে। যা সামাজিকমাধ্যমে প্রকাশ করা মাত্রই ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই ভাইরাল হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর একটি ছবি। ছবিটি তৈরি করেছিলেন রাজিব জাহান ফেরদৌস নামের একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। আর এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। গায়কের এআই ছবিটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।

অভিষেক জানিয়েছেন, মূলত ব্যক্তিগতভাবে যেসব শিল্পীদের গান শুনতে পছন্দ করেন, সেখান থেকে প্রিয় কয়েকজন শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জেমস বৃদ্ধ হয়েছে, বাউল বেশে বসে আছেন।

এদিকে, জেমসের এআই লুকের ছবিটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তমহলে। এ ব্যাপারে অভিষেক সংবাদমাধ্যমকে বলেন, নেটিজেনরা যেহেতু জেমসের ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা করছে, তার অর্থ আমার কাজটি সফলতায় পৌঁছেছে। আসলে এআই ব্যবহারের মাধ্যমে স্থিরচিত্র তৈরি করা ছবির কারিগরদেরও কল্পনার একটা জায়গা থাকে। সেই কল্পনার জায়গা থেকেই আমি জেমসকে এমন রূপ দিয়েছি। আর একজন শিল্পী প্রকৃতভাবে ঠিক যেমন, এআই ব্যবহার করে হুবহু সেই রকম লুক করলে তো পারপার্স সার্ভ হলো না।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এআই ব্যবহারের মাধ্যমে জেমস, অর্ণবসহ ১২টি ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করেন অভিষেক। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, এখন অনেকেই এআই ব্যবহার করে অনেক তারকাদের ছবি তৈরি করছেন। যাদের খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি, আমিও সেসব শিল্পীর ছবি তৈরি করলাম। উপভোগ করুন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর