[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শ্রাবন্তীকে 'পেত্নী’ বলে কটাক্ষ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ১৯:৩৭

ফাইল ছবি

ব্যক্তিজীবনের নানা কারণে নেতিবাচক শিরোনামে আসেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ যেন তার নিত্যদিনের সঙ্গী।

তবে এ নায়িকা কোথায় যাচ্ছেন, কখন কী করছেন— এসবের খোঁজে উদগ্রীব হয়ে থাকেন তার ভক্তরা। অভিনেত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত, অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

তারই ধারাবাহিকতায় বুধবার ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া একটি ছবি প্রকাশ করেন শ্রাবন্তী, যা দেখামাত্রই নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকা পেত্নী, আপনাকেও সে রকম লাগছে। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন।

যদিও এসব মন্তব্যের কোনো জবাব দেননি শ্রাবন্তী। তবে তাকে নিয়ে নেটিজেনদের সমালোচনা নতুন কিছু নয়।

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর