[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

চলচ্চিত্রে পা রাখছেন পবনপুত্র!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ১৭:৫৯

সংগৃহীত ছবি

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। তার পুত্র আকিরা নন্দনের বয়স এখন ১৯ বছর। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন আকিরা। যদিও তা গুঞ্জনেই আটকে আছে। ফের গুঞ্জন চাউর হয়েছে, চলচ্চিত্রে আসছেন পবনপুত্র।

তেলেগু সিনেমার নির্মাতা রাঘবেন্দ্র রাও। নির্মাণ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি এ পরিচালক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাতে রাঘবেন্দ্রর সঙ্গে আকিরাকে দেখা যায়। তারপরই মূলত, খবর ছড়িয়ে পড়ে এই নির্মাতার হাত ধরে বড় পর্দায় পা রাখবেন আকিরা।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক রাঘবেন্দ্র। অবশেষে নীরবতা ভাঙলেন পবনের প্রাক্তন স্ত্রী অর্থাৎ আকিরার মা রেনু দেশাই।

ইনস্টাগ্রাম স্টোরিতে রেনু দেশাই বলেন, ‘এখন পর্যন্ত আকিরা অভিনয় কিংবা নায়ক হতে আগ্রহী নয়। ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারি না। সুতরাং ইনস্টাগ্রামের কোনো পোস্ট নিয়ে অনুমান নির্ভর কথা বলা বন্ধ করুন। তবে আপনাদের কথা দিচ্ছি, আকিরা যদি অভিনয়ে আসার সিদ্ধান্ত নেয়, তবে আমি আপনাদের সে খবর জানাব।’

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাচ্ছে পবন কল্যাণের পুত্র। তা জানিয়ে রেনু দেশাই বলেন, ‘প্যারিসে ছুটি কাটানো শেষে আমেরিকার ফিল্ম স্কুলে পড়তে যাচ্ছে আকিরা। সেখানে মিউজিক এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করবে। আকিরা কোনো অ্যাক্টিং স্কুলে যোগ দিচ্ছে না।’

প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী রেনু দেশাইকে বিয়ে করেন পবন কল্যাণ। এ দম্পতির পুত্র আকিরা। ২০১২ সালে পবন-রেনুর বিবাহবিচ্ছেদ ঘটে। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর