[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মৌখিকভাবে ধর্ষণের শিকার স্বস্তিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ০০:২৪

স্বস্তিকা মুখার্জি

আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যাকে ঘিরে সমালোচনার শেষ নেই। হরহামেশাই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় বিতর্কিত এই অভিনেত্রীকে।আবারও আলোচনায় এসেছেন তিনি। জড়িয়েছেন নতুন বিতর্কে।

ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেছেন স্বস্তিকা। হোটেল রুমে তোয়ালে পরে সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য।

এসব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন— ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটি হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

অভিনেত্রীর আবেদনময়ী এই ছবি পোস্টের পর থেকেই মন্তব্যের ঝড় পড়ে যায় নেটিজেনদের। যেখানে অনেকেই কুরুচিকর মন্তব্য করেন। কেউ কেউ আবার পরামর্শ দিতেও ভুলেননি।

 

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর