[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

‘টাইগার ৩’র দৃশ্য ফাঁস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ২১:৩১

সংগৃহীত ছবি

সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার ৩’ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এরইমধ্যে ফাঁস হয়ে গেল ছবিটির শুটিংয়ের একটি দৃশ্যের ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওটি একটি গানের দৃশ্যের। যা দর্শকদের বেশ চেনা।

‘মাশাআল্লা’। হ্যাঁ, মনে করা হচ্ছে তুমুল এই জনপ্রিয় গানকেই নতুনভাবে শুট করা হচ্ছে। তাতেই সালমান-ক্যাটরিনার অনুরাগীদের উৎসাহ কয়েকগুন বেড়ে গিয়েছে। টাইগার আর জোয়াকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তারা।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। তার আগে নভেম্বর মাসে অর্থাৎ দিওয়ালির ঠিক আগে মুক্তি পাবে ‘টাইগার ৩’।

সালমান খানের এই ছবিতে কোনও কমতি রাখতে চান না প্রযোজক আদিত্য চোপড়া। তাই তো হলিউড থেকে এমন একজন মানুষকে নিয়ে আসছেন যিনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো মেগাহিটের অ্যাকশন দৃশ্যের নেপথ্যের নায়ক। ছবিতে ‘পাঠান’ শাহরুখও থাকবেন।

খবর রটেছে, পাকিস্তান থেকে ‘টাইগার’কে উদ্ধার করবে ‘পাঠান’। এদিকে মঙ্গলবারই বলিউডে ভাইজানের ৩৫ বছর পূর্ণ হয়েছে। তা নিয়েও উচ্ছ্বসিত ভক্তরা। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর