[email protected] বুধবার, ১লা জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

রাখির জরায়ু নেই!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ০৩:২৭

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। স্বামীয় ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। কিন্তু সেই সংসার এখন আর নেই। এর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্বামীকে। তারপর থেকে নিয়মিত আদিলের নামে কুৎসা রটিয়ে আসছিলেন রাখি।

এবার সময় যেন আদিলের। গত মাসে জামিন পেয়েছেন তিনি। পেয়েই জানিয়েছেন সংবাদ সম্মেলন ডেকে রাখির সব কুকীর্তি ফাঁস করবেন তিনি। এবার মুখ খুললেন। আদিল জানালেন, জরায়ু নেই রাখির। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এর আগে আদিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ রাখি বলেছিলেন, ‘আদিলের সন্তানের মা হতে চেয়েছিলাম। অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আদিল পেটে লাথি মারে, সেই সময় আমার গর্ভপাত হয়।’

তবে জামিন পেয়েই প্রাক্তন স্ত্রীর অভিযোগ নাকচ করেদিলেন আদিলেম। সেইসঙ্গে জানালেন, রাখির জরায়ু-ই নেই তিনি বলেন, ‘রাখির সঙ্গে যখন ছিলাম গর্ভপাতের কথা ও আমাকে বলে। সেই সময় ৬-৭ দিন হাসপাতালে ভর্তি ছিল। কারণ ও জরায়ুতে সমস্যা ছিল। ও কোনও দিনই মা হতে পারবে না বলে জানতে পারি। কারণ কিছু জটিলতা থাকায় ওর জরায়ু কেটে বাদ দেওয়া হয়।’

তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাখি। তবে তিনি যে চুপ করে বসে থাকবেন না এ কথা সবার জানা। নেটাগরিকদের ধারনা, শিগগিরই আদিলকে নিয়ে মুখ খুলবেন রাখি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর